পাক জঙ্গী সংগঠনের লিঙ্কম‍্যান হুগলীতে : চাঞ্চল‍্যকর প্রমান তদন্তকারী সংস্থার হাতে

7th August 2021 11:57 am হুগলী
পাক জঙ্গী সংগঠনের লিঙ্কম‍্যান হুগলীতে : চাঞ্চল‍্যকর প্রমান তদন্তকারী সংস্থার হাতে


সুজিত গৌড় ( হুগলী ) : হুগপাক জঙ্গি গোষ্ঠীর লিংক ম্যানের হদিশ হুগলিতে। লিংক ম্যানের একাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা লেনদেনের তথ্য প্রমাণ হাতে এসেছে জাতীয় তদন্তকারী সংস্থার হাতে। লিংক ম্যানের বাড়িতে হানা দেন জাতীয় তদন্তকারী সংস্থার একটি দল। স্থানীয় সূত্রে খবর এলাকার সাদ্দাম হোসেন নামে এক যুবকের বাড়িতেও হানা দেয় তদন্ত কারী দলের সঙ্গে ছিল হুগলী রুরাল পুলিশ। যদিও সাদ্দাম কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন। সাদ্দাম হোসেনের বাবা শেখ আব্দুল রহমান জানান বুধবার তাঁর বাড়িতে সকাল নয়টা নাগাদ NIA এবং জেলা পুলিশ আসে। বাড়িতে তল্লাশি চালায় তিন ঘন্টা।NIA তাঁকে জানিয়েছে তাঁর ছেলের একাউন্ট এবং এলাকার আর এক যুবক নিজাম সরকারের একাউন্টে পাকিস্থান একাউন্টের লেন দেন আছে সে কারণেই তল্লাশি।  তার ছেলে কোনো ভাবেই জড়িত নয়। ছেলের একাউন্টে ব্যবহার করতো অন্য এক জন।
সূত্রের খবর পাক জঙ্গি গোষ্ঠীর সাথে হুগলির যুবকের সাথে সম্পর্কের একাধিক তথ্য আছে তদন্তকরি সংস্থার হাতে।এমনকি পাকিস্তানি একটি ব্যাঙ্ক একাউন্টে লক্ষ লক্ষ টাকা লেন দেন হতো ওই লিংক ম্যানের একাউন্ট থেকে।  হুগলী গ্রামীণ পুলিশকে সঙ্গে নিয়ে সরাসরি ওই যুবকের বাড়ি তারকেশ্বরের বাজেমোড়াতে হানা দেয় জাতীয় তদন্তকারী সংস্থার অধিকারীকরা।
স্থানীয়দের দাবি বেশ কিছু দিন ধরেই এলাকায় পুলিশের সাথে বিশেষ কয়েক জন ব্যক্তি তাদের এলাকায় ঘোরাফেরা করতো।সূত্রের আরো খবর পাক জঙ্গি গোষ্ঠীর লিংক ম্যানকে পাকড়াও করতে একধিক ফাঁদ পাততে ওই এলাকায় একাধিক বার এসেছে জাতীয় তদন্ত কারী সংস্থার প্রতিনিধিরা। লিংক ম্যানের বাড়িতে হানা দিয়ে কোনো হদিস পায়নি অধিকারীররা। বেশ কয়েক ঘন্টা ধরে পরিবারের সদস্যদের জিজ্ঞাসা বাদ চালায় তদন্ত কারী সংস্থার অধিকারীররা। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় দের দাবি তাদের এলাকার কোনো যুবকের সাথে পাক জঙ্গি গোষ্ঠীর  সম্পর্ক থাকতে পারে এটা তাদের ধরানোর বাইরে।
উল্লেখ্য গত কয়েক বছর ধরেই হুগলিতে কখনো বাংলাদেশি জঙ্গি গোষ্ঠী আবার  কখনো খাগড়াগর কাণ্ডের সাথে জড়িত দের হদিস মেলায় একধিক বার চাঞ্চল্য ছড়িয়েছে। তবে বাড়িতে এই মুহূর্তে তালা লাগানো অবস্থায় আছে বাড়িতে নিজাম সরকার বা তার পরিবারের কোন সদস্যের দেখা মেলেনি।





Others News

নিম্মচাপের জেরে অতিবৃষ্টি : হুগলী জেলায় ব‍্যাপক ক্ষতি চাষে

নিম্মচাপের জেরে অতিবৃষ্টি : হুগলী জেলায় ব‍্যাপক ক্ষতি চাষে


সুজিত গৌড় ( হুগলী ) :  নিম্ন চাপের জেরে শনিবার থেকে অকাল বৃষ্টিতে মাথায় হাত চাষীদের।
জেলায় আলু চাষে ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যাবে কয়েক লক্ষ টাকার উপর বলে দাবি চাষীদের। ধান জমিতে যেমন ক্ষতির পাশাপাশি হুগলী জেলা জুড়ে ব্যাপক ক্ষতি এবার আলু চাষে। চলতি বছরে বার বার নিম্নচাপ  চাপের জেরে যেভাবে ধান চাষ পিছিয়ে ছিল ঠিক আলু চাষও পিছিয়ে ছিল প্রায় পনোর দিন। তবে গত শুক্রবার পযন্ত হুগলী জেলায় প্রায় ৩০ শতাংশ জমিতে বসানো হয়ে গিয়েছিল আলু এবং ৬০ শতাংশ জমি আলু চাষ উপযোগী করে তুলে ছিলেন চাষীরা। ধান চাষের মত আলু চাষের শুরুতে এবার কাল হয়ে উঠলো অকাল বৃষ্টি। অকাল বৃষ্টির ফলে যে সব জমিতে ইতি মধ্যেই আলু বসানো হয়ে গিয়েছিল, সেই সব জমিতে জল জমে থৈ থৈ করছে। ফলে জমিতে বসানো সমস্ত আলু বীজ পচে নষ্ট হতে বসেছে।  কারণ আলু বসানোর পর অন্তত পনেরো থেকে কুড়ি দিন কোনো জলের প্রয়োজন পরে না আলু চাষের ক্ষত্রে।
এ বছর এক বিঘা জমিতে চাষ উপযোগী করে আলু বসানো পযন্ত চাষীদের খরচ পড়েছে প্রায় পনেরো হাজার টাকা অন্যদিকে আলু বসানোর আগে পর্যন্ত  এক বিঘা জমিকে  চাষ উপযোগী করে তুলতে খরচ পড়েছে প্রায় সাত হাজার টাকা। অর্থাৎ ইতি মধ্যে নিম্ন চাপের জেরে অকাল বর্ষণে হুগলী জেলার ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে লক্ষ  লক্ষ টাকার উপর। জেলায় আলু চাষের জমির পরিমান ৯০ হাজার হেক্টর জমি। সেমবার সকাল থেকেই  আলু জমি থেকে জল বের করে আলু বীজ বাঁচানোর মরিয়া চেষ্টা করছেন চাষীরা। চাষীদের দাবি অকাল বর্ষণে একেবারে সর্বস্বান্ত  হয়ে পড়েছে। আবার নতুন করে আলু বসানো বা জমি তৈরি করে আবার আলু বসানো অনেকের পক্ষেই আর সম্ভব হবে না।
অন্যদিকে আবহাওয়া উপযোগী হলে পুনরায় জমি আলু চাষের উপযোগী করে আলু বসাতে সময় লাগতে পারে পনেরো থেকে কুড়ি দিন। ফলে আলু চাষে ফলন যেমন কমবে খাবার আলুর জোগানেও পড়বে টান। আগামী দিনে ধানের ক্ষতির ফলে যেমন  চালের যোগান টান পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।  ঠিক তেমনি আগামী দিনে খাবার আলুর জোগানেও টান পড়বে বলে মত চাষীদের।